তেলিয়ামুড়া, রাহুল দাস:- গাড়ির ধাক্কায় গুরুতর আহত পথচলতি এক ব্যক্তি, আহত ব্যক্তির নাম দিলীপ কুমার দেব ঘটনা তেলিয়ামুড়া থানাধীন বটতলী বাজার সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কে শনিবার সন্ধ্যা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায় ইংরেজি শুভ নববর্ষের দিন দিলীপ কুমার দে বটতলী বাজার থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য বটতলী বাজারে যায়। সেই সময় অন্য দিক থেকে আসা বহি রাজ্যের কোন এক লড়ি আচমকাই পেছন থেকে ধাক্কা দেয়, এতে গুরুতর আহত হয় পথচলতি ব্যক্তি দিলীপ কুমার দে। এই ঘটনা পথচলতি মানুষজনরা প্রত্যক্ষ করে খবর দেয় তেলিয়ামুড়া দমকল বিভাগে। খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় থাকা পথচলতি ব্যক্তি তথা দিলীপ কুমার দেব তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতাল সূত্রে জানা যায়, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ার ফলে পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়, পরিবারের লোকজনের আসলেই তড়িঘড়ি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর ১০২ নম্বরের এম্বুলেন্স যুগে উন্নত চিকিৎসা পরিষেবার জন্য জিবি হাসপাতালে প্রেরণ করে দেওয়া হবে বলে জানা যায়। এদিকে দমকল বাহিনীর জওয়ানরা জানান, আহত ব্যক্তির নাম দিলীপ কুমার দেব, অন্যদিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান আহত ব্যক্তির নাম দিলীপ কুমার দেব। সংবাদ লেখা পর্যন্ত গুরুতর আহত ব্যক্তির অবস্থা চৈতন্য থাকার ফলে আদৌ সঠিক নাম কোনটি ঠিক জানা যায়নি।