দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে বিধায়ক।

0
87

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তাই পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের সাংসদ, বিধায়ক, মন্ত্রী, নেতা সকলেই মানুষের বাড়ি বাড়ি ঘুরছেন এবং তাঁদের সমস্যার কথা শুনছেন। কার কী অসুবিধা বা যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সুবিধা পাননি তাঁদের অভাব অভিযোগ শুনছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দিদির দূত হয়ে তাঁদেরকে মানুষের দুয়ারে পাঠাচ্ছেন। আজ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের সাহাপুর গ্রামে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দিদির দূত হয়ে পৌঁছান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। কিন্তু গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। গ্রামবাসীদের অভিযোগ, কেউ আবাস যোজনা পাইনি, আবার কেউ কেউ গ্রামের রাস্তা নিয়ে সরব হলেন বিধায়কের কাছে। সাহাপুর গ্রামের বাসিন্দা তরুণ কৈবর্ত্য জানান, আমার মাটির বাড়িতে খড়ের ছাউনি রয়েছে। বর্ষার সময় বাড়ির ভেতরে জল ঢোকে। তখন বিছানা নিয়ে এদিক ওদিক করতে হয়। বিগত পনেরো বছর ধরে সরকারের কাছে থেকে কিছু পাইনি। বহুবার পঞ্চায়েতে গিয়েছি। এমনকী ব্লকেও গিয়েছি তবুও পাইনি। অন্যদিকে সাহাপুর গ্রামে রাস্তার দাবিতে সেখ হেদায়াতুল্লাহ সহ একাধিক গ্রামবাসী বিধায়ককে কাছে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা জানান, দীর্ঘদিন ধরে মসজিদ যাওয়ার রাস্তা নর্দমায় ভর্ত্তি। স্থানীয় পঞ্চায়েতে বহুবার আবেদন করা হয়েছে। তবুও কোনো সুরাহা হইনি। বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, আগে রাস্তা করে দেওয়া হয়েছে। কিন্তু গ্রামের রাস্তায় গরুর গাড়ি গিয়ে ঐ রাস্তা খারাপ হয়ে গিয়েছে। তবে আমরা স্থানীয় ব্লক প্রশাসনকে নিয়ে বসে সমস্যার সমাধান করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here