তৃণমূলের পতাকা খোলায় অধ্যক্ষকে তালা বন্ধ করে রাখল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।

0
250

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বছরের প্রথম দিনেই বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত হেতমপুর কৃষ্ণ চন্দ্র কলেজের প্রিন্সিপাল ড. গৌতম চ্যাটার্জিকে তালা বন্ধ করে রাখল তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা। পাশাপাশি তাঁরা কলেজের গেটের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ করে। তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সদস্য সেখ আলি জানান, গত তিনদিন থেকে কলেজ বন্ধ ছিল। তাই কোনো পড়ুয়া আসেনি। আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যখন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা আসে তখন দেখে তৃণমূলের সমস্ত পতাকা খোলা রয়েছে। তিনি আরও জানান, প্রিন্সিপাল এর নির্দেশেই তৃণমূলের পতাকা খোলা হয়েছে। অবশ্য প্রিন্সিপাল ড. গৌতম চ্যাটার্জি নিজে স্বীকার করেছেন এবং বলেন কলেজে দৃশ্য দূষণের জন্য আমি পতাকা গুলো খোলা করিয়েছি। এ বিষয়ে দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জানান, কলেজগুলো এখন রাজনীতির আঙিনায় পরিণত হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় জানান, ছাত্ররা কলেজে রাজনীতি করে, আন্দোলন করে, পতাকা লাগায়। নানা ধরনের অনুষ্ঠানে সক্রিয় সহযোগিতা করে। আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। কিন্তু কলেজের প্রিন্সিপাল ড. গৌতম চ্যাটার্জির পতাকা খোলার ঘটনায অনভিপ্রেত ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here