নতুন বছরের শুরুতেই সচেতনতামূলক অভিযান জেলা পুলিশের।

0
338

আবদুল হাই,বাঁকুড়া :- করোনা ও তার নতুন স্ট্রেন ওমিক্রোনের আবার বাড় বাড়ন্ত দেখে আজ বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে একটি সচেতনতামূলক অভিযান চালানো হয় । এর মাধ্যমে বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে পথচলতি মানুষদের স্যানিটাইজার মাস্ক ও একটি করে গোলাপ ফুল দেওয়া হয় এবং করোনা থেকে বাঁচতে সব রকম নিয়ম মেনে চলতে বলা হয় । এরই সাথে নতুন বছরের শুরুতে আজ বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে একটি জনসংযোগ অভিযানও চালানো হয় । এর অঙ্গস্বরুপ একটি বাইক মিছিলের আয়োজন করা হয় । এই অভিযানের মাধ্যমে বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে পথচলতি মানুষদের গ্রিটিংস কার্ড ও একটি করে গোলাপ ফুল দেওয়া হয় । বাঁকুড়ার মাচানতলা এলাকায় অনুষ্ঠিত এই অভিযানে বাঁকুড়া জেলা ট্রাফিক ডিএসপি সন্দীপ মাল সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন । কার্ডের পেছনে নানা সচেতনতা মূলক বার্তা লেখা আছে । এই বিষয়ে বাঁকুড়া জেলা ট্রাফিক ডিএসপি সন্দীপ মাল বলেন যে আজ নতুন বছরের শুরুতে এই অভিযান চালানো হয়েছে যার মাধ্যমে তাঁরা মানুষকে একটি গ্রিটিংস কার্ড দিচ্ছেন যাতে ট্রাফিকের বিভিন্ন নিয়মাবলি লেখা আছে । তিনি আরও জানান যে করোনা আবার বাড়ছে তাই মানুষকে সচেতন করতে তাঁরা এই অভিযানের মাধ্যমে মাস্ক স্যানিটাইজার বিতরণ করেন । তিনি পথচলতি মানুষদের সব সময় মাস্ক পরার অনুরোধ করেন । অন্যদিকে এক মোটর বাইক আরোহী মুন্তাজিল হক পুলিশের এই অভিযানকে স্বাগত জানান । তিনি বলেন পুলিশ যা করছে তা মানুষের ভালোর জন্যই করছে।