বেলা যতই বাড়ছে ততই ভিড় বাড়ছে লাফিয়ে লাফিয়ে শুশুনিয়ায়।

0
503

আবদুল হাই, বাঁকুড়াঃ শীতের মরসুমে ভীড় জমতে শুরু করেছে শুশুনিয়া পাহাড়ে। তবে বছরের প্রথম দিনে পযটকদের ভিড়ের চিত্রটা ছিল একেবারেই অন্যরকম। বেলা যতই বাড়ছে ততোই ভিড় যেন বাড়ছে লাফিয়ে লাফিয়ে বাঁকুড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্রে। বাঁকুড়া শহরের পশ্চিমে ২২ কিলোমিটার গেলেই শুশুনিয়া পাহাড়। সবুজ বনানীতে ঘেরা পাহাড়ের এক অপরুপ দৃষ্টিনন্দন যার জেরে সারা জেলা বাসী থেকে শুরু সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসেন। গত দুই বছর করোনার কারনে প্রকৃতির নির্মল কোল শুশুনিয়া পাহাড়ের চিত্রটা সম্পুর্ণ অন্যরকম হলেও বর্তমানে নিয়ম মাফিক বহু পর্যটকের আগমন ঘটছে এখানে। তবে বছরের প্রথম দিনে যাতে কোনোরূপ বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে নজর রাখছে বাঁকুড়া জেলা পুলিশ তথা ছাতনা থানা পুলিশ।