রাস্তায় বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল দুই যুবক, সামনে থেকে দ্রুতগতিতে আসা স্করপিও গাড়ির সজোরে ধাক্কা দুই বাইক আরোহী কে।

0
360

নদীয়া-শান্তিপুর, নিজস্ব সংবাদদাতাঃ-রাস্তায় বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল দুই যুবক, সামনে থেকে দ্রুতগতিতে আসা স্করপিও গাড়ির সজোরে ধাক্কা দুই বাইক আরোহী কে। ঘটনাস্থলেই রাস্তার অপর প্রান্তে ছিটকে পড়ে দুই বাইক আরোহী, গুরুতর জখম অবস্থায় শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন ওই দুই বাইক আরোহী। জানা যায় শনিবার বিকেলে শান্তিপুর গোবিন্দপুর সংলগ্ন সুকান্ত পল্লীর নতুন বাইপাস রাস্তায় দুই যুবক বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল, ঠিক তখনই একটি স্করপিও গাড়ি দ্রুতগতিতে এসে তাদের সজোরে ধাক্কা মারে। এরপর ওই দুই বাইক আরোহী রাস্তার অপর প্রান্তে ছিটকে পড়ে, ছুটে আসে এলাকার লোকজন ওই দুই বাইক আরোহী কে শান্তিপুর হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। জানা যায় গুরুতর জখম ওই দুই বাইক আরোহী। স্থানীয়দের কাছ থেকে জানা যায় স্করপিও গাড়ি তে থাকা চারজনই মদ্যপ অবস্থায় ছিল। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানা পুলিশ এছাড়াও ঘাতক স্করপিও গাড়িটিকে আটক করে, পাশাপাশি স্করপিও গাড়িতে থাকা এক যুবককে আটক করে শান্তিপুর থানার পুলিশ।