সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে সারেঙ্গা হয়ে গেল রক্তদান শিবির।

0
386

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে সারেঙ্গা হয়ে গেল রক্তদান শিবির। দেখতে দেখতে তৃণমূল কংগ্রেস দলটি 25 বছর পদার্পণ করল। সেই উপলক্ষে সারা পশ্চিমবঙ্গ তথা বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতৃত্ব মেতে উঠলেন তৃণমূল জন্ম জয়ন্তী উৎসব পালনে । রক্তদান শিবির কোথাও বস্ত্র বিতরণ কোথাও দুঃস্থদের আহার সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজের ব্রতী হলেন তৃণমূলের কর্মীরা। তেমনি হাওড়া সাঁকরাইল ব্লক এর সারেঙ্গা পঞ্চায়েত এলাকায় সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ মান্নান মোল্লার নেতৃত্বে হয়ে গেল রক্তদান শিবির । রক্তদান জীবন দান এই মূলমন্ত্রকে পাথেয় করে মানুষের সেবায় ব্রতী হলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা । যে সকল ব্যক্তি রক্ত দান করলেন তাদের মহামূল্য রক্ত যাতে উপযুক্ত স্থানে ব্যবহৃত হয় তার জন্য যথাযথ ব্যবস্থা করলেন মান্নান মোল্লা সহ তৃণমূলের নেতৃবৃন্দরা । যেমন রক্ত দান করে জীবন দান করা যায় তেমনি রক্তদাতাদের উপহার হিসাবে দিলেন ছোট চারা গাছ। একটি গাছ একটি প্রাণ এই ভাবধারায় ভর করে চলার একটি ছোট্ট প্রয়াস । যাতে চারিদিকে বৃক্ষরোপণ হয় বৃক্ষকে যত্ন করা যায় এমনই এক অভিনব প্রয়াস করলেন সারেঙ্গা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বৃন্দ। সভামঞ্চে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে একদিকে যেমন প্রতিষ্ঠাতা দিবস পালিত হল অপরদিকে রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন । 105 জন রক্ত দাতা রক্ত নেওয়ার পরিকল্পনা থাকলেও 200 পার হয়ে যায় রক্ত দাতাব্যাক্তি। এমন পরিস্থিতিতে যারা রক্ত দান করতে এসে রক্ত দিতে পারলেন না তাদের জন্য আগামী দিনে আরও একটি রক্তদান শিবির করার ইচ্ছা প্রকাশ করলেন সমিতির কর্মদক্ষ মান্নান মোল্লা। সভায় উপস্থিত ছিলেন সাঁকরাইল বিধানসভার বিধায়িকা প্রিয়া পাল ,সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ন্ত ঘোষ , সাঁকরাইল ব্লক এর বিভিন্ন পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ তৃণমূল নেতৃত্ব অচিন্ত্য পাল সহ দক্ষিণ হাওড়া তৃণমূলের সংখ্যালঘু সভাপতি শেখ গোলাম মোরসেলিম তৃণমূলের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও একনিষ্ঠ কর্মী বৃন্দ।