বাঁকুড়ার শালতোড়ায় আন্তজার্তিক বসুন্ধরা দিবস পালন।

0
231

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  সারা বিশ্ব জুড়ে আজকের দিনে পালিত হচ্ছে আন্তর্জাতিক বসুন্ধরা দিবস।

কিভাবে আমাদের এই পৃথিবী কে দূষণমুক্ত রেখে মানুষজন সুস্থ জীবন যাপন করতে পারবে, তাই নিয়ে আজ সারা বিশ্ব চিন্তিত।

বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে।
অতি উষ্ণ এবং অতি শীত প্রকৃতির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে।

কিন্তু কেন এই সুন্দর বসুন্ধরা মানুষের বসবাসের পক্ষে প্রতিকূল হয়ে উঠছে?
কি কি এর প্রতিকার ?
তাই নিয়েই বিশ্ব বৈজ্ঞানিক মহল চিন্তিত।

এই বিষয়ে শুক্রবার আন্তর্জাতিক বসুন্ধরা দিবসে বাঁকুড়া জেলার শালতোড়া ফরেস্ট রেঞ্জে অনুষ্ঠিত হলো একটি সচেতনতা মূলক আলোচনা সভা, বিশ্ব উষ্ণায়ন বিষয়ে বসে আকো প্রতিযোগিতা এবং বৃক্ষ রোপণ কর্মসূচি।
দিগ তোড়ের মাঠে এবং শালতোড়া বি, সি, বিদ্যাপীঠে এই উপলক্ষ্যে বৃক্ষ রোপণ করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি, এফ, ও সাহেব, এ, ডি,এফ,ও ম্যাডাম, শালতোড়া ফরেস্ট রেঞ্জার রানা গুহ, জয়েন্ট বিডিও_ শালতোড়া ব্লক মিলন মালাকার, পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ, বনভূমি কর্মধক্য,শালতোড়া গ্রাম পঞ্চায়েত প্রধান এবং বিভিন্ন আধিকারিক ও জন প্রতিনিধি গণ।

ডি, এফ, ও বাঁকুড়া, এবং জয়েন্ট বিডিও সাহেব এই পৃথিবী কে কিভাবে আমরা রক্ষা করবো তার সুন্দর ব্যাখ্যা সাধারণ মানুষের সামনে তুলে ধরেন।
প্রকৃতি কে সুন্দর করলেই যে আমাদের পৃথিবী সুন্দর ও বাস যোগ্য হবে তা তাঁদের ছোট্ট অথচ সুন্দর বক্তব্যে ফুটে ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here