45 মিনিটে 2022 টা ডুব দিয়ে নতুন বর্ষকে স্বাগত জানাল বিষ্ণুপুরের সদানন্দ দত্ত ।

0
192

আবদুল হাই, বাঁকুড়াঃ সময়ের দাবী মেনে পুরাণোকে বিদায় জানাতেই হয়। আর স্বাভাবিক নিয়মে পুরাণোকে বিদায় জানিয়ে নিজেদের মতো করে নতুনকে স্বাগত জানান সকলেই। ঠিক সেইভাবেই বাঁকুড়ার বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত  নতুন বছরকে স্বাগত জানাতে এবারও হাজির শহরের লালবাঁধে। মাত্র ৪৫ মিনিট সময়ে 2022 টি ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সে। ঠিক সকাল ১১ টায় এই অভিনব বর্ষবরণ অনুষ্ঠান দেখতে লালবাঁধের পাড়ে হাজির ছিলেন অসংখ্য মানুষ। মুহূর্মুহু করতালির মধ্য দিয়ে সদানন্দ দত্তকে উৎসাহিত করেন তারা।
লালবাঁধের কনকনে ঠাণ্ডা জলে একটানা 2022 টি ডুব দিয়ে উপরে ওঠে সদানন্দ দত্ত বলেন, নতুন বছরকে এভাবেই গত পাঁচ বছর ধরে স্বাগত জানিয়ে আসছি। সাত বছর বয়স থেকে এই ডুবের অনুশীলন তিনি করে আসছেন জানিয়ে বলেন, এই মুহূর্তে তার লক্ষ্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম তোলা। এই লক্ষ্যেই এখন এগিয়ে যেতে চান বলে জানান।