ওমিক্রন ভাইরাসের জন্য বক্রেশ্বরের নীল নির্জন ড্যামে পিকনিক করা নিষিদ্ধ করল পুলিশ প্রশাসন।

0
333

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- করোনা অতিমারীর জন্য ওমিক্রন ভাইরাস মাথাচাড়া দিচ্ছে। দিনের পর দিন সংক্রমণের সংখ্যা বাড়ছে। ভীড় এলাকায় জমায়েত না হয় তার জন্য বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং সদাইপুর থানার ওসি মিকাইল মিয়ার নেতৃত্বে আজ এই থানা এলাকার বক্রেশ্বর নীল নির্জন ড্যামে আজ থেকে পিকনিক করা নিষিদ্ধ করা হল। তাই সদাইপুর থানার পক্ষ থেকে মাইকে করে প্রচার করা হয়। যাঁরা এই বিষয়ে আগে থেকে জানতেন না, তাঁদের বোঝানো হল যে তাঁরা যথা সম্ভব সেই পিকনিক স্পট ছেড়ে চলে যান। তাই আগামীকাল থেকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হল। পাশাপাশি সচেতনতার জন্য এদিন সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া পিকনিকে আসা মানুষজনদের মাস্ক তুলে দেন। বাইরে থেকে আসা মানুষজন পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানান এবং তাঁরা তাড়াতাড়ি পিকনিক স্পট ছেড়ে চলে যাবেন এটাও জানালেন।