নদী রক্ষার সচেতনতায় কৃষ্ণনগর জলঙ্গি নদী সমাজের উদ্যোগে সুদীর্ঘ ১৮ কিলোমিটার সাইকেল যাত্রা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- অঞ্জনা নদী বাঁচাতে অভিনব উদ্যোগ গ্রহণ করল নদীয়া জেলার কৃষ্ণনগরের পরিবেশ কর্মীদের সংগঠন জলঙ্গী নদী সমাজ। রবিবার কৃষ্ণনগর থেকে ১৮ কিলোমিটার সাইকেলযাত্রা শুরু হয়ে খাল বোয়ালিয়া হয়ে কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ে শেষ হয়।
একদা এই নদী মায়ের মতো লালন পালন করেছে নদীয়ার বিস্তীর্ণ এলাকা ৷ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় রয়েছে “অঞ্জনা নদী তীরে চন্দনী গাঁয়ে, পোড়ো মন্দির খানা গঞ্জের বাঁয়ে”
বর্তমানে অঞ্জনা নদী যেন মরতে বসেছে ৷ হারিয়েছে তার স্বতঃস্ফূর্ত গতি ৷ কোথাও বেআইনি নির্মাণ, কোথাও মাছ ধরার জলাশয়, কোথাও দোকানপাট, কোথাও আবার বাঁধ দিয়ে চাষবাসের ফলে ক্রমেই সংকীর্ণ হয়ে গেছে ৷ সৌন্দর্য হারিয়ে নির্বাচনী প্রতিশ্রুতির ভিড়ে নদীটি এখন কোথাও খাল, কোথাও বা ছোটো নালায় পরিণত হয়েছে।
এই প্রসঙ্গে উদ্যোক্তাদের অন্যতম কৌশিক সরকার জানান, “বর্তমানে অঞ্জনা নদী মৃতপ্রায়। সাধারণ মানুষের মধ্যে নদী নিয়ে জনসচেতনতা তৈরি করতেই এই উদ্যোগ। প্রশাসনের কাছে পুরো বিষয়টি দেখার জন্য আবেদন রাখছি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *