প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন রেলি অনুষ্ঠিত হয়।

0
243

তেলিয়ামুড়া, রাহুল দাস:- সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী কিসান নিধি যোজনায় কৃষকদের জন্য বরাদ্দকৃত টাকা সরাসরি ব্যাংকে ঢুকিয়ে দিয়েছেন। এই মহতী উদ্যোগের ফলে গোটা দেশের সাথে সাথে আমাদের ত্রিপুরা রাজ্যের কৃষকরাও নানান ভাবে উপকৃত হয়েছেন, এর ফলে আজ অর্থাত দোসরা জানুয়ারি ত্রিপুরা প্রদেশ বিজিবির উদ্যোগে রাজ্যের সব মন্ডল এবং বিভিন্ন বুথে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন রেলি অনুষ্ঠিত হয়। এরকমই এক স্বতস্ফূর্ত অভিনন্দন রেলির সাক্ষী তেলিয়ামুড়া। বিজেপির মণ্ডল কার্যালয় থেকে অভিনন্দন রেলি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মন্ডল কার্যালয়ে এসে শেষ হয় ।অভিনন্দন রেলিতে নেতৃত্ব দেন তেলিয়ামুড়া বিজেপির মন্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর।
এই রেলি সম্পর্কে একান্ত সাক্ষাত্কার দিতে গিয়ে রঞ্জিত সূত্রধর আমাদের জানান যে দেশের প্রধানমন্ত্রী কৃষকদের জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করায় গোটা দেশের সাথে সাথে তেলিয়ামুড়ার পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এই কর্মসূচি ।আজকের এই কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।