মহামায়া পুস্তকালয় এর ৫০ বছর পূর্তি।

0
243

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার অন্যতম একটি শহর নামে পরিচিত কোতুলপুর
আর এই কোতুলপুরে নিউ মহামায়া বইয়ের দোকান আজ 50 বছর পূর্তি উপলক্ষে
কোতুলপুর শহরের সর্বপ্রথম পুস্তকের দোকান মহামায়া পুস্তকালয় । আজ পায়ে পায়ে 50 বছর অতিক্রম করল সেই উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন ।মহামায়া পুস্তকালয় এর 50 বছর পূর্তি উপলক্ষে বই প্রেমীদের আমন্ত্রণ জানানো হয় তার পাশাপাশি বই এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা চলে ।এছাড়াও সুসজ্জিত একটি গাড়ি সেই গাড়িতে বিভিন্ন ধরনের বইয়ের স্টিকার লাগিয়ে সাধারণ মানুষকে বইপ্রেমী করে তুলতে উদ্যোগী মহামায়া পুস্তকালয় । তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে তার বই দোকানের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত দোকানের ইতিবৃত্ত তুলে ধরেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here