যে কোন ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়ানোর মানসিকতা রয়েছে এমনটাই জানালো জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহন বসু।

0
311

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি পুরসভার যে কোন ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়ানোর মানসিকতা রয়েছে এমনটাই জানালো জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহন বসু। এই দিন দুই নম্বর ঘুমটি তে অবস্থিত তৃণমূল কিসান ক্ষেতমজুর জেলা দপ্তরে এসে এমনটাই জানিয়েছেন তিনি। মোহন বসু কে দেখতে আজ তৃণমূল কিসান ক্ষেতমজুর দপ্তরের অনেক প্রবীণ ও নবীন তৃণমূল কর্মীদের দেখা গিয়েছে। পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মোহন বাবু বলেন দল যেভাবে তাকে পরিচালনা করবেন তেমন ভাবেই তিনি পৌরসভা নির্বাচন লড়বে। তার সবচেয়ে প্রিয় ওয়ার্ড 18 নম্বর ওয়ার্ড। পাশাপাশি অন্য যেকোনো ওয়ার্ডেও তিনি দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন। পৌর নির্বাচনে 7 নম্বর ওয়ার্ড এর প্রার্থী নিয়ে মোহন বাবু বলেন এই ওয়ার্ডের বাইরে থেকে কোন প্রার্থী দাড়াতে চাইলে ওয়ার্ড কমিটির সিদ্ধান্তে তাকে দাঁড়াতে হবে। কেউ নিজের ইচ্ছা মত এখানে দাঁড়াতে পারবেনা।