রানাঘাট রামনগর পরিমল ভবনে আজ হিউমিলিটির পক্ষ থেকে দুঃস্থ মানুষদের সাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ দেওয়া হলো ।

0
458

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- রানাঘাট রামনগর পরিমল ভবনে আজ হিউমিলিটির পক্ষ থেকে দুঃস্থ মানুষদের সাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ দেওয়া হলো ।পাশাপাশি তাদের কে দুপুরে আহার দেওয়া হলো ।ইতিমধ্যে হিউমিলিটি বিভিন্ন জায়গায় সেবামূলক কাজ করেছে ।কোরোনা বৃদ্ধি হওয়ার সময় তাদের এই সাস্থ্য পরীক্ষা দুঃস্থ দের কে সাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ দেওয়া তাৎপর্যপূর্ণ ।এই প্রসঙ্গে কি জানালেন তারা।