শালবনিতে মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান এবং অ্যাম্বুলেন্স প্রদান।

0
340

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর কার্যালয়ের সামনে মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর উদ্যোগে গুণীজন সংবর্ধনাও শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান এবং অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র কুটির ও বস্ত্রদফতরের প্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাতো,জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাতো, রাজীব ঘোষ,ভাস্কর চক্রবর্তী,তৃনমূল যুব কংগ্রেসের শালবনি ব্লকের সভাপতি গৌতম বেরা সহ আরো অনেকে। ওই অনুষ্ঠানে শালবনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গড়বেতা দুই নম্বর ও গড়বেতা তিন নম্বর এবং শালবনি ব্লকের প্রায় ৩০০ জন গুণীজনকে সাল, কলম ,ডায়েরি, উত্তরীয়,ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। সেই সঙ্গে গুণীজনদের নববর্ষের শুভেচ্ছা জানান মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। এছাড়াও ওই অনুষ্ঠানে শালবনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোয়ালতোড় থানার দুর্গাবাঁধ নেতাজি স্পোর্টিং ক্লাবকে বিধায়ক তহবিল থেকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেন শালবনির বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। ওই অনুষ্ঠানে রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন এই অ্যাম্বুলেন্সটি ২৪ ঘন্টা মানুষের পরিসেবা দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। দুর্গাবাঁধ নেতাজি স্পোর্টিং ক্লাব এই অ্যাম্বুলেন্সটির পরিচালনার দায়িত্বে থাকবে ।সেই সঙ্গে তিনি বলেন গুণীজনদের সংবর্ধনা দিতে পেরে আমি খুব খুশি। তিনি গুণীজনদের শ্রদ্ধা শুভেচ্ছা ও ভালবাসা জানান। সেই সঙ্গে তাদের পাশে থাকার আশ্বাস দেন। মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর এই উদ্যোগে খুশি ওই এলাকার সর্বস্তরের মানুষ জন।