হাপাতালে রোগীদের খাবার বিতরণ করলেন তৃণমূল নেতা।

0
318

ক্যানিং, নিজস্ব সংবাদদাতা:- শনিবার নবর্ষের প্রথম দিনেই পালিত হল তৃণমূল কংগ্রেসের ২৫ তম প্রতিষ্ঠা দিবস।দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে দলীয় প্রতিষ্ঠা দিবস পালনের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় দলের তরফ থেকে। এতো সবের মধ্যে এক ভিন্ন ধরণের চিত্র ধরা পড়লো ক্যামেরায়। এদিন সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং ১ ব্লকের মাতলা ২ পঞ্চায়েত প্রধান উত্তম দাস তৃণমূলমুল কংগ্রেস কর্মী আয়ুব সেখ,তাপস পর্বত সহ অন্যান্যরা হাজীর হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানে হাসপাতালে চিকিৎসারত রোগী ও তাদের পরিবারে হাতে তুলে দিলেন হরলিক্স,ফল,মিষ্টি সহ অন্যান্য খাদ্য সামগ্রী।
কেন এমন উদ্যোগ সে প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মী আয়ুব সেখ জানিয়েছেন ‘তৃণমূল কংগ্রেস সব সময় মানুষের পাশে থেকে কাজ করে এবং দলনেত্রী মমতা ব্যানার্জীর আদর্শে আদর্শিত হয়ে দলীয় কর্মীরা সাধারণ মানুষের পাশে থাকেন। সেই জন্যই দলের প্রতিষ্ঠা দিবসে রোগীদের পাশে সামান্যতম সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র।’
নববর্ষের প্রথম দিনেই হাসপাতালের বিছানায় শুয়ে এমন সব খাদ্য সামগ্রী পেয়ে খুশি হয়েছেন নিতাই মন্ডল,অসীম সরদার,কণিকা মন্ডল সহ অন্যান্য রোগীরা।