তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে দক্ষিণ সাঁকরাইল তৃণমূল ভবন এর উদ্যোগে হয়ে গেল শীতবস্ত্র প্রদান উৎসব।

0
421

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলটি দেখতে দেখতে 25 বছর পদার্পণ করল 1998 সালে পথচলা শুরু । 2011 সালে বিধানসভা নির্বাচনে দু’দণ্ড প্রতাপ সিপিএমের পরাক্রমী মনোবলXকে চির ধরিয়ে সগৌরবে মহা উল্লাসে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি সরকার গঠন করেন । সেই গৌরব আজও অক্ষুন্ন । পশ্চিমবঙ্গে তৃণমূলের কলেবর বৃদ্ধি পেলেও, বিভিন্ন রাজ্যে ধীরে ধীরে তৃণমূল তার স্বমহিমায় প্রতিষ্ঠিত হচ্ছে। সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জির পরাক্রমী দৃঢ়চেতা ও মমতাময়ী ভালোবাসার আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিচ্ছেন বিভিন্ন রাজ্যের মানুষ গণ। সেইসঙ্গে যুবনেতা অভিষেক ব্যানার্জীর সাবলীল রাজনৈতিক বিচরণ মানুষ অবলীলায় তা গ্রহণ করছেন এবং পশ্চিমবঙ্গে তৃণমূলের সেকেন্ড কান্ডারী হিসেবে পরিণত হচ্ছেন নিজের কর্মদক্ষতায়। তৃণমূলের জন্মদিনকে স্মরণীয় করতে বিভিন্ন এলাকায় রক্তদান শিবির, শীত বস্ত্র বিতরণ , দুস্থদের মধ্যে এ অন্ন বিতরণ সহ বিভিন্ন সামাজিক কাজে লিপ্ত হলেন আপামর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। এমনই গুরুত্বপূর্ণ মুহূর্ত কে ধরে রাখতে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্ব বৃন্দ রা উৎসবে মেতেছেন তৃণমূলের জন্ম দিন পালনে। তেমনি হাওড়া সাঁকরাইল ব্লকের দক্ষিণের গ্রাম পঞ্চায়েতের অধীনে দক্ষিণ সাঁকরাইল তৃণমূল ভবনে। প্রতি বছরের ন্যায় এ বছরও দুঃস্থ ব্যক্তিদের শীতবস্ত্র প্রদান করলেন দক্ষিণ সাঁকরাইল পঞ্চায়েতের প্রধান কাশ্মীরা খান সহ সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ন্ত ঘোষ এবং অন্যান্য নেতৃবৃন্দরা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here