অসচেতন ব্যক্তিদের সচেতন করতে রাস্তায় নামল কোতুলপুর থানার বিশাল পুলিশবাহিনী।

0
215

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ 3রা ডিসেম্বর বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে কোতুলপুর থানার পক্ষ থেকে করনা বিষয়ে অসচেতন ব্যক্তিদের সচেতন করতে রাস্তায় নামল কোতুলপুর থানার বিশাল পুলিশবাহিনী। কোতুলপুর এলাকার বিভিন্ন বাজার খেলার মাঠে গিয়ে সাধারণ মানুষকে কোতুলপুর থানার পক্ষ থেকে সচেতন এর পাশাপাশি তাদেরকে মাক্স পরিয়ে দেন কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌমেন ভট্টাচার্য এছাড়াও তাদেরকে জানিয়ে রাখেন পরেরদিন থেকে যদি মাক্স বিহীন এবং অযথা ঘোরাঘুরি করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। কোতুলপুর পুলিশের পক্ষ থেকে মানুষকে সচেতন করতে একটি সুসজ্জিত করোনা সচেতনতা বিষয়ক ট্যাবলো বের করা হয়। করোনার গ্রাফ দিন দিন ঊর্ধ্বমুখী হওয়ায় বাঁকুড়া জেলা পুলিশ তথা কোতুলপুর থানার পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here