কচি কাঁচাদের অবৈতনিক ফুটবল কোচিং ক্যাম্পের উদ্বোধন।

0
776

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়ার প্রতিধ্বনি সহচরী দল ও প্রতিধ্বনি ইয়ং সংঘের উদ্যোগে সূচনা হল কচি কাঁচাদের অবৈতনিক ফুটবল কোচিং ক্যাম্পের।এদিন প্রতিধ্বনি ইয়ং সংঘের মাঠে ফুটবল কোচিং শুরু হয়।কোভিড বিধিনিষেধ মেনে এই এই ক্যাম্পের আয়োজন করা হয়। ফুটবল কোচিং ক্যাম্পের উদ্বোধন করেন শঙ্কর বরাট। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন দীপঙ্কর গোস্বামী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।বস্তির কচিকাঁচাদের চিৎকার আর করতালিতে গোটা মাঠ মুখরিত হয়ে ওঠে। এদিনের অনুষ্ঠানকে ঘিরে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।