করোনার ফের বাড়বাড়ন্ত,সংক্রমণ রুখতে প্রশাসনের তৎপরতা,সমুদ্র সৈকত দীঘার আনন্দ উপভোগ না করে ফিরতে হচ্ছে পর্যটকদের।

0
501

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- মহামারী করোনা ভাইরাসের ফের বাড়বাড়ন্ত ও নতুন সংক্রমণ ওমিক্রণ আতঙ্ক শুরু হয়েছে, এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে শুক্রবার থেকে রাজ্যজুড়ে চালু হয়েছে রাজ্য সরকারের বিধি-নিষেধ। কিন্তু সেই বিধি নিষেধ উপেক্ষা করেই সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘাতে পর্যটকদের আগমন। কিন্তু ভিড় এড়াতে এবং সংক্রমণ রুখতে তৎপর দীঘা থানা ও দীঘা মোহনা থানার পুলিশ । পর্যটকদের সমুদ্র সৈকত থেকে পুলিশের তরফ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। অপরদিকে হঠাৎ করেই বিধি-নিষেধ শুরু হওয়ায় বাড়ি ফিরতে চরম সমস্যায় পর্যটকরা। এই সম্বন্ধে সমুদ্রসৈকতে আসা এক পর্যটক বলেন হঠাৎ করে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সমস্যায় পড়েছে তারা, কিছুদিন আগে থেকে এই সিদ্ধান্ত নিলে হয়তো সমুদ্র সৈকতের আনন্দ নিতে আসতেন না তারা।