নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- একদিকে করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত এবং ওমিক্রনের আতঙ্ক, এই পরিস্থিতিতে সংক্রমণমুক্ত শুক্রবার থেকে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, একদিকে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল ও কলেজ, তবে সাধারণ মানুষের জীবনযাত্রার কথা মাথায় রেখে আংশিক ছাড় দেওয়া হয়েছে ট্রেন ও বাস চলাচলে, যেখানে বলা হয়েছে ৫০% যাত্রী নিয়ে চলতে পারবে বাস ও ট্রেন, কিন্তু রাজ্য সরকারের এই বিধির উল্টো ছবি ধরা পরল পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা রেল স্টেশনে, যেখানে উপচে পড়া ভিড়, নেই সামাজিক দূরত্ব, তারই মাঝে বেশ কয়েকজনের মুখে নেই মাক্স, যেখানে রাজ্য সরকারের পাশাপাশি প্রশাসনের তরফ থেকে মাইকিং এর পাশাপাশি একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে সাধারণ মানুষকে সচেতন করতে, সেখানে এই ছবি উঠে আসায় সচেতনতা নিয়ে উঠেছে প্রশ্ন!!
Home রাজ্য দক্ষিণ বাংলা করোনার বাড়বাড়ন্তের মাঝে মেচেদা স্টেশনে নেই সরকারের বিধি,সচেতনতা নিয়ে উঠেছে প্রশ্ন।