করোনার বাড়বাড়ন্তে, বন্ধ হয়ে গেলো রসিকবিল যু পর্যটন কেন্দ্র, আর্থিক সংকটের মুখে স্থানীয় ব্যবসায়ীরা।

0
584

মনিরুল হক, কোচবিহার: “শেষ হয়েও হইল না শেষ” এই প্রবাদটা যেন তাৎপর্য ভাবে মিলে গেলো রসিকবিলের যু এর সাথে। কুচবিহার জেলার শেষ প্রান্ত রয়েছে এই রসিকবিল যু পর্যটন কেন্দ্র। শীতের মরসুমে পশুপাখি, ও নিরিবিলি শান্ত পরিবেশ এর আনন্দ উপভোগ করতে কুচবিহার জেলায় রসিকবিল একটি অন্যতম পর্যটন কেন্দ্র।
দীর্ঘদিন ধরে হাতেগোনা পর্যটক নিয়ে চলছিল এই রসিকবিল তবে পহেলা জানুয়ারি থেকে সবে মাত্র নিজের ছন্দে ফিরেছিল রসিকবিল, পর্যটকদের আগমনে বেশ জমে উঠেছিল গোটা এলাকা। হটাৎ করোনার বাড়বাড়ন্তে সরকারি বিধিনিষেধ এর জেরে সারা রাজ্যের পাশাপাশি বন্ধ হয়ে গেল রসিকবিল এর দরজা। নির্দেশিকা ঝুলছে রসিকবিল গেটের  সামনে। রসিকবিল ঘুরতে আসলেও গেটের সামনে নির্দেশিকা দেখে মন খারাপ করে ফিরে যাচ্ছেন পার্শ্ববর্তী রাজ্য আসাম সহ দুর দূরান্ত থেকে আসা পর্যটকরা।  রাস্তার ধারে সারি সারি দিয়ে তৈরি হয়েছিল ছোট ছোট রেস্টুরেন্ট ও খেলনার জিনিস পত্রের দোকান। অনেক আশা নিয়ে ঋণধার  করে দোকান খুলে ছিলেন তারা, দুদিন চলতে না চলতেই বন্ধ হয়ে গেল রসিকবিল যু।তাই আর্থিক সংকটের মুখে দাঁড়িয়ে তারা ।