কোভিড সংক্রমণ রুখতে দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হল স্কুল পড়ুয়াদের কোভিড টিকাকরণ।

0
647

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ- কোভিড সংক্রমণ রুখতে দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হল স্কুল পড়ুয়াদের কোভিড টিকাকরণ। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রদের কোভিড টিকা প্রদান করেন স্বাস্থ্য কর্মীরা। জানা গেছে এদিন বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর প্রায় ২০০ জন স্কুল পড়ুয়াকে কোভিড টিকা দেওয়া হয়। স্কুল পড়ুয়াদের জন্য টিকাকরণের রাজ্য সরকারের এহেন উদ্যোগে খুশি স্কুলের পড়ুয়ারাও। এদিন টিক গ্রহণ করা
শুভ্রজ্যোতি দাস-এর মতন একাধিক পড়ুয়ার বক্তব্য
এর ফলে ১৫ – ১৮ বছর বয়সী ছাত্রদের জীবন সুরক্ষিত হবে। বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ কুন্ডু জানিয়েছেন আমাদের কাছে নির্দেশ এসেছে প্রথম পর্যায়ে নবম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে যাদের বয়স ১৫ হয়ে গেছে এবং ১৮ বছরের নীচে তাদের ভ্যাক্সিনেশন হবে। তিনি বলেন এরপরে যারা যারা আসবে তাদের নাম সংগ্রহ করে আমরা তারিখ দিয়ে দিচ্ছি, সেই তারিখ অনুযায়ী প্রতিদিন ২০০ জনকে ভ্যাক্সিন দেওয়া হবে। তিনি জানিয়েছেন আগামী ৫ দিন এই ভ্যাক্সিনেশন চলবে।