জামার উপর লেখা ফোন নাম্বার দেখে শান্তিপুর থানার আরপিএফ ফিরিয়ে দিলো, মুর্শিদাবাদে হারানো ছয় বছরের শিশুকে।

0
385

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ-  জামার উপর ডট পেন দিয়ে লেখা একটি ফোন নাম্বার! আর তার বলেই 48 ঘণ্টা আগে মুর্শিদাবাদে হারিয়ে যাওয়া শিশুকে তাদের পরিবারের হাতে তুলে দিতে সমর্থ হলো শান্তিপুর থানার আরপিএফ।
পরিবার সূত্রে জানা যায়, মুর্শিদাবাদের সুতিঅন এলাকার পেশায় রাজমিস্ত্রি নিমরুল শেখের তিন সন্তানের মধ্যে ছয় বছর বয়সী মেজো ছেলে মেহেন্দি হাসান মাথার কিছু সমস্যা থাকার কারণে গত পয়লা জানুয়ারি, সন্ধ্যার পর থেকে খুঁজে পাওয়া যায়নি। এই মর্মে রাত্রি দশটা নাগাদ স্থানীয় থানায় একটি মিসিং ডায়েরি করেন। এরপর 48 ঘন্টা কেটে গেলে শান্তিপুর স্টেশনে গতকাল রাত দশটা নাগাদ ইতস্তত ঘুরে বেড়ানো একটি বাচ্চা ছেলেকে উদ্ধার করে শান্তিপুর থানার আরপিএফ এবং প্রচন্ড ঠান্ডার মধ্যে তাকে শীতবস্ত্র পরানোর সময় শান্তিপুর আরপিএফ নিরাপত্তা কর্মীরা লক্ষ্য করেন ওই কিশোরের জামায় একটি ফোন নাম্বার রয়েছে। আইসি সাব-ইন্সপেক্টর সুনীল কুমার তাদের ডেকে পাঠান শান্তিপুরে। আজ সকালে, সরকারি নিয়ম নীতি মেনে পরিবারের হাতে তাদের শিশুকে ফিরিয়ে দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে শান্তিপুর রেল স্টেশন আরপিএফকে ধন্যবাদ জ্ঞাপন করেন।