বাঁকুড়া জেলায় শুরু ছাত্র ছাত্রীদের কোভিড টিকাকরণ।

সুদীপ সেন, বাঁকুড়াঃ- সমস্ত মানুষ কে টিকাকরন করাই রাজ্য সরকারের লক্ষ্য।

সেই লক্ষ্যে স্বাস্থ্য কর্মী, সরকারী কর্মচারী, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও বিভিন্ন স্তরের মানুষের অধিকাংশের প্রথম ও দ্বিতীয় ডোজ প্রায় সম্পন্ন হয়ে ছে।

শুরু হয়েছিল রাজ্যে নবম থেকে দ্বাদশ ও কলেজের ক্লাস।

কিন্তু করোনা সংক্রমণ তাতেও বাধ সাধলো।

কিন্তু সরকারের পক্ষ থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সি ছাত্র ছাত্রীদের টিকাকরণের কথা ঘোষণা করা হয়।

সেইমতো রাজ্যের অন্যান্য স্থানের মতো বাঁকুড়া জেলা তে ও এই টিকাকরনের কাজ শুরু হলো।

জেলার বঙ্গ বিদ্যালয়ে এই শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন বাঁকুড়ার মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত, বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার, সদর থানার আই, সি , এবং অন্যান্য আধিকারিক গণ।

জেলার তিলুড়ী কৃপাময়ী উচ্চ বিদ্যালয়ে এই টিকা করন উপলক্ষ্যে ছাত্র ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

বিদ্যালয় সূত্রে জানা যায় ৬৭৮ জন ছাত্র ছাত্রীর ১৫ থেকে ১৮ বছরের যে টিকা করন পর্ব তা হবে।
মাস্ক পরে, সুষ্ঠভাবে ,সারিবদ্ধ ভাবে নাম কম্পিউটারে নথিভুক্ত হওয়ার পর তারা টিকা গ্রহণ করে।

এই টিকাকরণে র প্রক্রিয়া তদারকিতে বিদ্যালয়ে আসেন শালতোড়ার বিডিও মানস কুমার গিরি এবং জয়েন্ট বিডিও মিলন মালাকার।
তাঁরা শিক্ষকদের এবং ছাত্র ছাত্রীদের সাথেও কথা বলেন।

টিকা করণের ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের মনে প্রাথমিক ভয় থাকলেও পরে তা সম্পূর্ণ উধাও হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *