বাড়ছে করোনা সংক্রমণ তার জেরে মানুষের মাথার একটু চিন্তা ভাঁজ পড়ছে, বন্ধ হয়ে গেল স্কুল কলেজ।

0
206

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- আচমকা করোনার সংক্রমণ বৃদ্ধিতে বন্ধ হয়েছে স্কুল কলেজ । রাজ্য তথা জেলা গুলিতে বাড়ছে করোনা সংক্রমণ তার জেরে মানুষের মাথার একটু চিন্তা ভাঁজ পড়ছে । বন্ধ হয়ে গেল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ।পড়ুয়ারা সেই মোবাইলের থেকে বেরিয়ে একটু স্কুলের মুখি হয়েছিল । আবার সেই অনলাইন ক্লাস করতে হবে। কবে খুলবে স্কুল তা কোন জানা নেই । এই বিষয়ে স্কুল পুরুয়া প্রিয়াংশু কর্মকার জানিয়েছে গত দেড় বছর পর খুলেছে রাজ্যের বিভিন্ন বিদ্যালয় গুলি কিন্তু করনা ও অমিক্রণ এর বাড়বাড়ন্তের ফলে আবার বন্ধ হলো স্কুল এতে একটু অসুবিধা হলেও জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে না যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত মনে করছে তারা। অপরদিকে স্কুল ছাত্রী রচনা পাল জানিয়েছে স্কুল খোলার ফলে ইলেভেনের প্র্যাকটিক্যাল শিক্ষক-শিক্ষিকারা জোর দিয়েছিলেন কিন্তু স্কুল বন্ধ হওয়ায় তাদের আর হাতে কলমে প্র্যাকটিকাল করে ওঠা সম্ভব হবে না এটা তাদের এক বিশাল ক্ষতি হবে। এ বিষয়ে শিক্ষক বিপ্লব কুমার ঝাঁ বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here