নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- মহামারী করোনা ভাইরাসের ফের বাড়বাড়ন্ত,তারই মাঝে ওমিক্রনের আতঙ্ক, এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে রাজ্য সরকারের তরফ থেকে একাধিক নির্দেশিকা লাগু করা হয়েছে, আর এই সরকারি নির্দেশিকা লাগু হওয়ার প্রথম দিনেই অর্থাৎ শুক্রবারে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর স্টেশনে দেখা গেল বিধি ভঙ্গের ছবি। এইদিন সকালে অনেক ট্রেনযাত্রীদের মুখে মাক্স ছিল না।সেই সঙ্গে খড়গপুর স্টেশনে ঢোকার মুখে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন মাস্ক চেক করা হচ্ছিল না এইদিন। এছাড়াও স্টেশনে মাস্ক ছাড়া জিআরপি কে ঘুরতেও দেখা যায়। সাধারণ মানুষের সাথে সাথে সরকারি জিআরপি মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে খড়গপুর স্টেশনে। ট্রেনের মধ্যে মাস্ক ছাড়া অনেকেই সফর করছিলেন এইদিন। একদিকে যখন সংক্রমণ ঠেকাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেখানে এই ছবি উঠে আসায় সচেতনতা নিয়ে উঠেছে প্রশ্ন!
Home রাজ্য দক্ষিণ বাংলা সরকারি নির্দেশিকা লাগু হওয়ার প্রথম দিনেই খড়গপুর স্টেশনে দেখা গেল বিধি ভঙ্গের...