সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণের তান্ডব।সরকারী ভাবে বিভিন্ন বিধি নিষেধ জারী হয়েছে।আবারও মহামারীর আশাঙ্কা! লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। আর সেই কারণে সাধারণ মানুষ যাতে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করেন,দুরত্ব বিধি বজায় রাখেন সেই কারণে,সতর্ক করতে মাইক হাতে নিয়ে সচেতনতার প্রচারে রাজপথে নামলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস।সোমবার তাঁর সাথে উপস্থিত ছিলেন ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক দিবাকর দাস,ক্যানিং ১ বিডিও শুভঙ্কর দাস,জেলাপরিষদ সদস্য সুশীল সরদার সহ একাধিক সরকারী আধিকারীকগন।সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যানিং শহরের বিভিন্ন প্রান্তে সচেতনতার অভিযান চালিয়ে সাধারণ পথযাত্রী থেকে শুরু করে দোকানের ত্রেতা-বিক্রেতা,গাড়ির চালক ও যাত্রীদের কে সচেতন করে তাদের হাতে মাস্ক তুলে দেওয়া হয় বিধায়কের পক্ষ থেকে।
বিধায়ক পরেশরাম দাস বলেন ‘আবারও সংক্রমণ বাড়ছে। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এবং সরকারী বিধি নিষেধ মেনে চলতে হবে।হার মানাতে হবে করোনা কে। ’