সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে শুরু হলো ১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন।

0
317

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- নতুন বছরের তৃতীয় দিনে অর্থাৎ সোমবার থেকে সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাতেও শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সী স্কুলপড়ুয়াদের করোনার টিকাকরণ। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই দুই জেলাতেই এর জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে প্রশাসন। জানা গেছে, পশ্চিম মেদিনীপুর জেলায় ১৫ থেকে ১৮ বছর বয়সীদের সংখ্যা প্রায় ২ লক্ষ ৫২ হাজার। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আপাতত শুরুতে প্রত্যেক ব্লক এবং পুরসভা এলাকাতে একটি করে স্কুলে টিকা করনের জন্য বেছে নেওয়া হয়েছে। তবে ধীরে ধীরে সমস্ত স্কুলেই টিকাকরণের শিবির করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১৫ থেকে ১৫ বছর বয়সীদের শুধুমাত্র কোভ্যাকসিন টিকা দেওয়া হবে। জেলায় যথেষ্ট যোগান রয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের দাবি।এইদিন মেদিনীপুর পুর এলাকার চিড়িমারসাই শ্রী শ্রী রাধামাধবজী হাইস্কুলে শিবির করে টিকাকরনের ব্যবস্থা করা হয়।