অসহায় দুস্থ মানুষের শীত দূর করতে নতুন শীতবস্ত্র নিয়ে হাজির বামনগোলা কৃষি বাজার কল্যাণ সমিতির সদস্যরা।

0
327

মালদা, নিজস্ব সংবাদদাতা:- নতুন বছরের জাকিয়ে পড়েছে শীত। হারহিম করা এই শীতে অসহায় দুস্থ মানুষের শীত দূর করতে নতুন শীতবস্ত্র নিয়ে হাজির বামনগোলা কৃষি বাজার কল্যাণ সমিতির সদস্যরা।এদিন মালদহের বামনগোলা তিতপুর কৃষি মান্ডিতে বামনগোলা কৃষি বাজার কল্যাণ সমিতির পক্ষ থেকে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিন ওই সমিতিরপক্ষ থেকে প্রায় ২০০জন দুস্থ মহিলা ও পুরুষদের হাতে নতুন শীতবস্ত্র তুলে দেন সমিতির সদস্যরা। এদিনের ওই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি শিরিন আক্তার বানু বামনগোল ব্লক আধিকারিক রাজু কুন্ডু, ব্লক কৃষি আধিকারিক ইন্দ্রনীল সেনশর্মা ও বিশিষ্ট সমাজসেবক অশোক সরকার সহ সমিতির সদস্যরা।