করোণা বিধিকে অমান্যকারীদের রুখতে এবার পথে নামল তমলুক থানার পুলিশ।

0
491

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে সাধারণ মানুষকে সচেতনতার ভূমিকায় দেখা গেল আবারো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার পুলিশকে। মঙ্গলবার তমলুকের গুরুত্বপূর্ণ বাজার, বাস স্ট্যান্ড ও তমলুক শহর জুড়ে মাইকিং করে প্রচার চালায় এবং মানুষকে মাস্ক পরার বার্তা বারবার জানানো হয়, যে সমস্ত মানুষ মাস্ক ছাড়া রাস্তায় বেরিয়ে এসেছিলেন তাদের পুলিশের তরফ থেকে মাস্ক পরানো হয়। তমলুক শহর ও বাজার গুলি ছাড়াও হলদিয়া মেচেদা রাজ্য সড়কে বাস গাড়িতে উঠে দেখেন যাত্রীরা সঠিকভাবে মাস্ক পরেছেন কিনা। তবে এখন রাস্তায় বেরোলে দেখা যায় বেশিরভাগ মানুষই মাস্ক নিয়ে বাড়ি থেকে বাইরে বেরোচ্ছে। কিন্তু কারো মাস্ক মুখের নিচে কারোবা মাস্ক থেকে ব্যাগের ভেতর, পুলিশের বার বার সচেতন করা সত্ত্বেও সাধারণ মানুষ কবে সচেতন হবে সেটাই এখন দেখার বিষয়। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তে শুরু করেছে, আর সেখানেই রাজ্য সরকার থেকে জেলা প্রশাসনের উদ্বিগ্ন বেড়েই চলেছে। ১৫ তারিখ পর্যন্ত আংশিক লকডাউনের ঘোষণা করলেও মানুষের মধ্যে সচেতনার অভাব এখনো রয়ে গেছে। তারই ছবি উঠে আসছে জেলার সর্বত্রই,তাই পুলিশ প্রশাসনের তরফ থেকে মাইকিং করে বারে বারে সচেতন করতে দেখা গেল তমলুক থানার পুলিশকে।