খড়গপুর আইআইটি তে করোনায় আক্রান্তর সংখ্যা ১০০র দোরগোড়ায় ক্যাম্পাস জুড়ে কড়া বিধিনিষেধ জারি।

0
308

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- দেশের অন্যতম কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খড়গপুর আইআইটি তে করোনার থাবা। যার ফলে চিন্তার ভাঁজ খড়গপুর আইআইটি কর্তৃপক্ষের কপালে। যেখানে ৩১ শে ডিসেম্বর করোনা সংক্রমণে আক্রান্তর সংখ্যা ছিল ৩ জন, সেখানে নতুন বছরের তিন দিনে তা বেড়ে হয়েছে আরো ৭১ জন,যার ফলে ৭৪জন খড়গপুর আইআইটি পড়ুয়া করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছে। এছাড়াও খড়গপুর আইআইটি ক্যাম্পাসের ভিতরে থাকা বেশ কয়েকজন আবাসিক করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন। প্রায় ১০০র দোরগোড়ায় পৌঁছে গেছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। খড়গপুর আইআইটি ক্যাম্পাস জুড়ে করা বিধিনিষেধ জারি করা হয়েছে। ৭৪ জন পড়ুয়া করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছে। তাদের আলাদা করে রাখার ব্যবস্থা করা হয়েছে। বেশকিছুদিন করোনা পরিস্থিতির জন্য ভিন রাজ্যের ছাত্রছাত্রীরা বাড়িতে থেকে অনলাইনের মাধ্যমে পড়াশোনা করছিলেন। সম্প্রতি প্রায় আড়াই হাজার ছাত্র-ছাত্রীকে ক্যাম্পাসে ফিরিয়ে আনা হয়। তারপরেই শুরু হয় নতুন বছরের প্রথম থেকেই একের পর পড়ুয়া করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ার ঘটনা। যার ফলে যথেষ্ট চিন্তার ভাঁজ কপালে পড়েছে আইআইটির কর্তৃপক্ষের কপালে। এছাড়াও খড়্গপুর মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার কৃষ্ণেন্দু মুখার্জি করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। তিনি তার বাড়িতে আইসোলেশনে রয়েছেন। যেভাবে খড়গপুরে করোনা সংক্রমণে আক্রান্তর সংখ্যা বাড়ছে তাতে বিভিন্ন মহলে উদ্বেগ বাড়ছে। পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার ভুবন চন্দ্র হাঁসদা বলেন খড়গপুর আইআইটির পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় করোনা সংক্রমণে আক্রান্তর সংখ্যা বাড়ছে। তাই বিধিনিষেধ জোরদার করা হয়েছে। প্রতিটি মানুষকে মাস্ক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদন জানানো হয়েছে। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া করোনা হাসপাতালগুলি ফের চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।