দুবরাজপুর পাহাড়েশ্বরের পিকনিক স্পট পরিদর্শন করলেন খোদ দুবরাজপুর থানার ওসি।

0
563

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ-  বীরভূম জেলার দুবরাজপুর পাহাড়েশ্বরে দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন ও অন্যান্য পুলিশ অফিসাররা আজ পরিদর্শন করেন এবং যাঁরা অকারণে এখানে ছিলেন তাঁদের এখান থেকে চলে যাওয়ার নির্দেশ দিলেন। পাশাপাশি এখানে কেউ পিকনিক করছেন কিনা সেটাও খতিয়ে দেখা হয়। তাছাড়াও দুবরাজপুর থানার পক্ষ থেকে করোনা সচেতনতার জন্য মাইকে করে প্রচার করা হয়।