পাঠশালা বন্ধ করে পানশালা চালু করা নিয়ে এগরা থেকে রাজ্য সরকারকে কটাক্ষ দিলীপ ঘোষের।

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- পাঠশালা বন্ধ করে পানশালা চালু করা এই অভিনব ব্যবস্থা রেভিনিউযের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, মঙ্গলবার দুপুরের পর পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কশবা এগরায় দলীয় কার্যালয়ের উদ্বোধন করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ দিলীপ ঘোষ, পাশাপাশি তিনি বলেন তাদের নেতা মন্ত্রীরা এইসব ব্যাপারে বিরাট সৌখিন তো, আমরা বিভিন্ন সময় ছবি দেখতে পাচ্ছি, সব সময় পানশালার উপর আগ্রহ বেশি আছে, আর সেটাই চলছে, পশ্চিম বাংলার ভবিষ্যৎ আগামী দিনে কি হবে তা বোঝাই যাচ্ছে এমনইভাবে বর্তমান রাজ্য সরকারকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ, পাশাপাশি খেজুরি কাণ্ড নিয়ে এই দিন তীব্রভাবে তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ তিনি বলেন শুধু খেজুরি নয় সারা পশ্চিমবঙ্গ জুড়েই বোমাবাজি হচ্ছে, সারা পশ্চিমবাংলা জুড়ে বোমার কারখানা এটাই একমাত্র সম্পূর্ণ কুটির শিল্প হিসেবে চলছে পশ্চিমবঙ্গে, বাইরে থেকে দুষ্কৃতীরা আসছে এবং পশ্চিমবাংলায় বোম এবং বন্দুকের কারখানা তৈরি হচ্ছে, এমনিভাবে কটাক্ষ করলেন তিনি, আর এটা নির্বাচন এলে বেশিরভাগই লক্ষ্য করা যায়, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা, যেহেতু আগামী দিনে পৌর নির্বাচন সামনে আসছে, বোমা বন্দুকের আওয়াজ বাড়ছে এমনিভাবে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *