মদমত্ত পিকনিক পার্টির হাতে আক্রান্ত তেলিয়ামুড়ার সাংবাদিক, ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হলো সাংবাদিকের ব্যক্তিগত গাড়ি।।।

0
366

তেলিয়ামুড়া, রাহুল দাস:- আবারো কর্তব্য পালন করতে গিয়ে সাংবাদিক আক্রান্ত। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়ার পিকনিক স্পটে। ঘটনার বিবরণে জানা যায় আজ অর্থাৎ চৌঠা জানুয়ারি তেলিয়ামুড়ার ত্রিপুরা খবর পত্রিকার সাংবাদিক সাগর দেব সংশ্লিষ্ট এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে কোন একটি সোর্স মারফত সংশ্লিষ্ট সাংবাদিক খবর পান যে পিকনিক স্পট এর মধ্যে আগরতলা থেকে আগত একাধিক পিকনিক পার্টির মধ্যে মদ খাওয়া এবং অসামাজিক কাজ নিয়ে বচসা চলছে। তখন পেশাগত কাজে ওই সাংবাদিক ঘটনাস্থলে যায়। গিয়ে দেখতে পায় আগরতলার খয়ের পুর এর দুই পিকনিক পার্টি নিজেদের মধ্যে মদ খাওয়া এবং অসামাজিক কাজ নিয়ে বচসায় জড়িয়ে আছে। তখন ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে খয়েরপুর এর সুকান্তপল্লীর জনৈক সুব্রত শীলের নেতৃত্বে যুবকরা সাংবাদিকের উপর ঝাঁপিয়ে পড়ে অতর্কিতভাবে কিল ঘুষি মারতে থাকে। কিছুক্ষণ পর তারা সাংবাদিককে ছেড়ে দিয়ে সাংবাদিকের ব্যবহৃত গাড়ি যার নাম্বার TR060510 এর উপর অতর্কিতভাবে ঈট এবং লাঠিসোটাসহ অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ সংগঠিত করে ।এরপর সংশ্লিষ্ট সাংবাদিক সাগর দেব তেলিয়ামুড়ার অন্যান্য সাংবাদিকদের খবর দিলে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় পুলিশের সহায়তায় আক্রান্ত সাংবাদিক এবং তার নষ্ট করে দেওয়া গাড়িটি উদ্ধার করে নিয়ে আসে। পরবর্তী সময়ে ওই সাংবাদিককে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। এই ঘটনার সংবাদ পেয়ে রাতেই তেলিয়ামুড়া থানায় তেলিয়ামুড়া মহকুমা প্রেসক্লাবের সম্পাদক পার্থসারথি রায় সহ অন্যান্যরা ছুটে আসেন, ছুটে যান ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক রাজিব ঘোষ। সমস্ত সাংবাদিকরা আক্রান্ত সাংবাদিকের হয়ে স্থানীয় পুলিশ আধিকারিক এর সাথে কথা বলেন এবং অনতিবিলম্বে এই ঘটনার পেছনে যারা দায়ী তাদের শাস্তির দাবি করেন ।সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তেলিয়ামুড়া জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here