মানুষের সামনে সত্য উদ্ঘাটনের চেষ্টায় মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড় এলাকায় সাধারণ মানুষকে ‘‌গণশক্তি’‌ পত্রিকা পড়ার ব্যবস্থা করলো সিপিএম।

0
286

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মানুষের সামনে সত্য উদ্ঘাটনের চেষ্টায় মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড় এলাকায় সাধারণ মানুষকে ‘‌গণশক্তি’‌ পত্রিকা পড়ার ব্যবস্থা করলো সিপিএম। সোমবার রাতে ইংলিশবাজারের ২০ নম্বর ওয়ার্ডের সিপিএম-‌এর ২ ও ৩ শাখার উদ্যোগে একটি বোর্ডের উদ্বোধন করা হয়। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কৌশিক মিশ্র সহ অন্যান্য নেতৃত্বরা সেখানে হাজির ছিলেন। রোজ সকালে এই পত্রিকা বোর্ডে ঝোলানো হবে। সিপিএম নেতা বরুণ সাহা বলেন, ‘‌গণশক্তি পত্রিকার মাধ্যমে আমরা সত্য খবর মানুষের সামনে রাখতে চাই। বিভিন্নভাবে মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যে রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে। আমরা সেই সত্য উদ্ঘাটন করতে চাই এই পত্রিকার পড়ানোর মাধ্যমে।’‌