মাস্কবিহীন মানুষদের ধমক বিধায়কের, পরিয়ে দিলেন মাস্ক।

0
286

আবদুল হাই, বাঁকুড়াঃ ওমিক্রণের আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে বার বার সচেতন থাকার বার্তা দিলেও বহু মানুষের মধ্যে সচেতনতা অভাব লক্ষ্য করা যাচ্ছে।
বাজার সেরে বাড়ি ফেরার সময় মাস্কবিহীন পথচারীদের ধমক দিলেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি ।এই রোগের ভয়াবহতা সম্পর্কে বুঝালেন। সাথে সাথে তাদের পরিয়ে দিলেন মাস্ক। এর পাশাপাশি তিনি বলেন বড়জোড়া বিধানসভা এলাকার কোন মানুষকে অসচেতন অবস্থায় দেখতে চান না। তিনি সকল বাজার ঘুরে মানুষকে সচেতন করার কাজে নেমে পরেন।