মাস্ক না পরে রাস্তায় বেড়লেই করানো হচ্ছে করোনার র‍্যাপিড টেস্ট৷ জলপাইগুড়ি জেলা প্রাশাসন ও পুরসভার পক্ষথেকে এই কঠর পদক্ষেপ নেওয়া হয়েছে৷

0
391

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- মাস্ক না পরে রাস্তায় বেড়লেই করানো হচ্ছে করোনার র‍্যাপিড টেস্ট৷ জলপাইগুড়ি জেলা প্রাশাসন ও পুরসভার পক্ষথেকে এই কঠর পদক্ষেপ নেওয়া হয়েছে৷ আজ মঙ্গলবার মঙ্গলবার সকালে মহকুমাশাসক সুদীপ পাল ও পুরসভার ভ্যাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ি কোতোয়ালী থানার সামনে থেকে শুরু করে মার্চেন্ট রোড হয়ে দিনবাজারে অভিযান শুরু করে। যে সমস্ত ব্যবসায়ী ও ক্রেতারা মাস্ক না পরে বেড়িয়েছেন তাদের ধরে র‍্যাপিড এন্টজেন টেস্ট করানো হয়। এখনো পর্যন্ত প্রায় ৩০ব্যেক্তিকে এই টেস্ট করানো হয়েছে প্রশাসনের পক্ষথেকে। এই টেস্টে যদি কারো রিপোর্ট পজেটিভ আসলে তাদের হাসপাতালে ভর্তি করা হবে। বলে প্রশাসন সুত্রে জানা গেছে। জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারপার্সন সন্দীপ মাহাতো বলেন, শুধু পুলিশ প্রশাশন দিয়ে অভিযান করেএলাকায় করোনা মুক্ত করা যাবে না। মানুষকে সচেতন হতে হবে। আজকে দিববাজারে মাক্সহীনদের ধর পাকড় করে এন্টিজেন টেষ্ট করানো হল।