স্কুল পড়ুয়াদের টিকাকরণ চলছে।

0
629

পুরুলিয়া, শিবপ্রসাদ মন্ডল:- স্কুল পড়ুয়াদের টিকাকরণ চলছে। করোনার তৃতীয় টেউ আছড়ে পড়েছে।কঠোর বিধিনিষেধ আরোপ করে করোনা রুখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে প্রশাসন। মাস্ক এবং দূরত্ব বিধি মানতে ব্লক ও পুলিশ প্রশাসন যৌথভাবে প্রচার চালাচ্ছে। এই অবস্থায় রাজ্যজুড়ে স্কুল পড়ুয়াদের টিকাকরণ শুরু হয়েছে। নির্দেশ মেনে গতকাল থেকে নিতুরিযা ব্লকের ১৫ থেকে ১৮ বছর বয়সী স্কুল পড়ুয়াদের টিকাকরণ চলছে। প্রতিদিন এক একটি স্কুলে পড়ুয়াদের টিকা দেওয়া হবে বলে জানা গেছে।গতকাল ব্লকের জর্নাদন্ডি এবং আজ বড়তোড়িয়া হাই স্কুলে এই কর্মসূচী চলছে।টিকা নিতে ছাত্রছাত্রীদের ভালো সাড়া। সূত্রে জানা যায় নিতুরিযা ব্লকে সর্বমোট ৫০৯৬ জন ১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্রছাত্রী রয়েছে। নির্ধারিত দিনে কোন কারনে যে সব পড়ুয়া টিকা নিতে পারলো না ,তাদের কিভাবে টিকা দেওয়া যায় সে বিষয়ে চিন্তা ভাবনা চলছে বলে জানা গেছে।