মঙ্গলবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার কয়েকশো রেশন গ্রাহক।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মঙ্গলবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার কয়েকশো রেশন গ্রাহক। তাদের অভিযোগ, গত মাসে রেশন পেলেও চলতি জানুয়ারি মাসে রেশন সামগ্রী আনতে গেলে রেশন কার্ড ব্লক দেখায়। ফলে রেশন সামগ্রী থেকে বঞ্চিত হয় বহু গ্রাহক। সমস্যার কোনো সুরাহা না হওয়ায় এদিন সকাল নয়টা থেকে ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের বহু গ্রাহক এলাকার গদিখানা তিন রাস্তার মোড়ে অবরোধে সামিল হয়। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এলাকার কয়েকশো রেশন গ্রাহক। স্থানীয় গ্রাহক হরিদাস রায়,গৌতম সাহা দের অভিযোগ, রেশন কার্ড থাকা সত্বেও রেশন সামগ্রী থেকে বঞ্চিত করা হচ্ছে, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানান তাঁরা। এই অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে জটেশ্বর থেকে এথেলবাড়ি ও খগেনহাট যাওয়ার একমাত্র রাস্তায়। সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীরা।খবর পেয়ে ঘটনস্থলে পৌঁছায় ফালাকাটা থানার অন্তর্গত জটেশ্বর ফাঁড়ির পুলিশ। অবরোধকারীদের দাবি, উর্ধ্বতন কর্তৃপক্ষ না আসা পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *