দীঘায় মাঝ সমুদ্রে মৎসজীবীরা উদ্ধার করলো বুনো শুয়োর,তুলে দেয়া হলো বনদপ্তরের হাতে।

0
258

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- লকডাউনে কার্যত জনশূন্য পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত নগরী দীঘা। এরই মধ্যে বেসরকারি একটি ট্রলার সমুদ্রে মাছ ধরে ফেরার পথে মৎসজীবীরা এক মাঝ সমুদ্রে বনশুয়োর কে ডুবে যেতে দেখে। তৎক্ষণাৎ মৎস্যজীবি টলার থামিয়ে বনোশূয়রটিকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। যা দেখার জন্য রীতিমতো হইচই পড়ে যায়। এরপর মৎস্যজীবীদের তৎপরতায় খবর দেওয়া হয় বনদপ্তরকে, খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা এসে উদ্ধার হওয়া বনোশূয়রটিকে নিয়ে যায়, বনদপ্তর সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া ওই বন শুয়োরটিকে প্রাথমিক চিকিৎসার পর পশ্চিম মেদিনীপুরের একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here