পড়াশোনাই যেখানে বন্ধ! আঁকাশেখা সেখানে দুরহ, বেরোজগেরে পরিবারের ক্ষুদেদের জন্য বিনামূল্যে আকার স্কুল স্থানীয় অংকন শিল্পীর উদ্যোগে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বন্ধ স্কুল! পড়াশুনো যেখানে বন্ধ , সেখানে আঁকা শেখানো বিলাসিতার বিষয় ।বেরোজগারে পরিবারের কাছে অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। তবুও ইচ্ছা যদি থাকে প্রবল, কোন বাধা বাধা নয়। করোনার দোহাই দিয়ে সকলেই যখন অক্ষরে অক্ষরে নির্দেশ পালন করতে ব্যস্ত, তখন নদীয়ার শান্তিপুর বেলঘড়িয়া 1 নম্বর পঞ্চায়েতের বিহারিয়া এলাকায় জায়গার অভাবে ফাঁকা মাঠে রোদে পিঠ দিয়ে পারস্পরিক দূরত্ব বজায় রেখে মুখে মাক্স দিয়ে চলছে আঁকা শেখা। এলাকা সূত্রে জানা যায় বেশ কিছু তন্তুজিবী পরিবারে ছোটদের আঁকা শেখানো বন্ধ হয়েছিলো দীর্ঘ লকডাউনে কর্মহীন হওয়ার কারণে।
এলাকারই অঙ্কন শিল্পী স্বাগতা নন্দী 1 মাস আগে ওই এলাকার 35 জন ছাত্র-ছাত্রী নিয়ে নিয়মিত শিখিয়ে চলেছেন আঁকা।
স্বাগতা বলেন, শুধু আঁকা নয় গান, ক্যালিগ্রাফি শেখানোর প্রতিষ্ঠান হিসাবে ছয় মাস আগে কালার ইওর ড্রিমস তৈরি করা করেছিলো। শুধু ছোট ছেলেমেয়েদের জন্য নয় ,তাদের পরিবারের অন্য সদস্যদেরও তাঁত শাড়ির উপর বিভিন্ন আঁকা, পোর্ট্রেট তৈরি করে তা বিক্রির বন্দোবস্ত করার চেষ্টা করছেন।
কিছুদিন আগে 25 শে ডিসেম্বর উপলক্ষে একত্রে আঁকি-বুকি নামাঙ্কিত অনলাইন প্রতিযোগিতায় দেশের এবং দেশের বাইরে 130 জন অংশগ্রহণকারীর মধ্যে বয়স অনুযায়ী এবং আর্ট অনুযায়ী বিভিন্ন বিভাগে মোট 35 পুরস্কার কুরিয়ারে পাঠানো হয়েছে। স্থানীয় দুজনকে আজ পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *