ফের করোনার বাড়বাড়ন্তের মাঝে হুঁশ ফেরেনি সাধারণ মানুষের,ঘাটাল মহকুমার নবগ্রাম পশুহাটে কাতারে কাতারে মানুষের ভিড়।

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- করোণা দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউ আসন্ন। এইমত অবস্থায় পুলিশ প্রশাসনের সরকারি বিভিন্ন দপ্তরে গুলি থেকে মা সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে মাইকিং প্রচার সহ বিভিন্নভাবে সতর্কতা মূলক প্রচার করলেও এখনো হুঁশ ফেরেনি সাধারণ মানুষদের। সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার নবগ্রাম পশুহাটে কাতারে কাতারে মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে। সামাজিক দূরত্ব সিকেয় তুলে মাক্স না পড়ে বাজারের মধ্যে ঘোরাঘুরি করছিল ক্রেতা-বিক্রেতারা। কেউ বলছেন মাক্স আনতে ভুলে গেছি, কে বলছেন মাক্স টা হারিয়ে গিয়েছে, কে বলছেন এইমাত্র খাবার খেলাম এবার মাক্স পরবো কেউ কেউ আবার সংবাদমাধ্যমের ক্যামেরা দেখেই পকেট থেকে মাক্স বার করে মাক্স পরছেন। সামাজিক দূরত্ব না মেনে একদম গা ঘেষাঘেষি করেই চলছে বাজারে কেনাকাটা। বাজারের কমিটির তরফ থেকে অনবরত মাইকিং অ্যালাউন্স চলছে মাক্স পড়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার। সেহেতু বলাই যায় করণা পরিস্থিতিতে নতুন করে বিভিন্ন সর্তকতা জারি করা হয়েছে, এ পরিস্থিতির মোকাবিলা করার জন্য জারি করা হয়েছে একাধিক বিধি নিষেধ, তবুও হুস ফিরছেনা জনসাধারণের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *