মেদিনীপুর শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন যুব তৃনমূলের।

0
400

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- ৫ই জানুয়ারি অর্থাৎ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, আর এই জন্মদিন উপলক্ষে প্রতিবছরের মতো এবছরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলো পশ্চিম মেদিনীপুর জেলার তৃনমূলের যুব সংগঠন এবং ২ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। সকালে শহরের এল আই সি মোড়ে যুবনেতা তথা প্রাক্তন কাউন্সিলর নির্মাল্য চক্রবর্তী র উদ্যোগে পথচলতি মানুষজনকে মাস্ক বিতরণ কর্মসূচী গ্ৰহন করা হয়। পাশাপাশি ২ নং ওয়ার্ড তৃনমূল কংগ্রেসের কার্যালয়ে প্রায় তিন শতাধিক দরিদ্র মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়। যুবনেতা নির্মাল্য চক্রবর্তী জানান যে প্রতিবছরই আমরা দিদির জন্মদিন পালন করি। এবছরও করোনা আবহে সাধারণ মানুষকে সচেতন করতে মাস্ক বিতরণ কর্মসূচী এবং দরিদ্র শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরন এর মাধ্যমে দিদির দীর্ঘায়ু কামনা করে আশীর্বাদ চাইছি সাধারণ মানুষের কাছে।