লোকসঙ্গীত শিল্পী তথা ভাওয়াইয়ার প্রাণ পুরুষ বঙ্গ রত্ন প্রয়াত ধনেশ্বর রায়ের আবক্ষ মূর্তি উম্মোচন করা হলো বুধবার।আবক্ষ মূর্তি উন্মোচন হলো ফালাকাটা ব্লকের জটেশ্বর আলিনগর এলাকায়।

0
250

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- উত্তরবঙ্গের লোকসঙ্গীত শিল্পী তথা ভাওয়াইয়ার প্রাণ পুরুষ বঙ্গ রত্ন প্রয়াত ধনেশ্বর রায়ের আবক্ষ মূর্তি উম্মোচন করা হলো বুধবার।আবক্ষ মূর্তি উন্মোচন হলো ফালাকাটা ব্লকের জটেশ্বর আলিনগর এলাকায়। এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন,উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, জটেশ্বর দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সমরেশ পাল, দলগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান আনন্দ খারিয়া, প্রমুখ।

বাইট:- রবীন্দ্রনাথ ঘোষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here