সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীয়ার আসাননগর কলেজে নবীন বরণ উৎসব পালনের অভিযোগ উঠল শাসক দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীয়ার আসাননগর কলেজে নবীন বরণ উৎসব পালনের অভিযোগ উঠল শাসক দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে। অভিযোগ আজ নদীয়ার আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজে নবীন বরণ উৎসবের আয়োজন করে তৃণমূল ছাত্র পরিষদ। কোভিড বিধি উপেক্ষা করেই কয়েক হাজার ছাত্রছাত্রী নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সেখানে গেলেও তাদের ঢুকতে বাধা দেওয়া হয়। ক্রমবর্ধমান করোনা সংক্রমণ ঢুকতে বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে আসাননগর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের এই অনুষ্ঠানের আয়োজন নিয়ে উঠছে প্রশ্ন। এর পাশাপাশি প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *