১৫ বছর থেকে ১৮ বছর বয়সে ছাত্র-ছাত্রীদের ভ্যাক্সিনেশন পর্ব শুরু হলো মানিকপুর শিব তলা আদর্শ বিদ্যাপীঠ স্কুলে।

0
402

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :   ১৫ বছর থেকে ১৮ বছর বয়সে ছাত্র-ছাত্রীদের ভ্যাক্সিনেশন পর্ব শুরু হলো মানিকপুর শিব তলা আদর্শ বিদ্যাপীঠ স্কুলে। পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের নির্দেশে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের পঠন পাঠন শুরু করা নির্দেশ দিয়েছেন এখনো দুমাস অতিক্রান্ত হয়নি । স্কুল বিমুখী ছাত্রছাত্রীরা ধীরে ধীরে স্কুল অঙ্গনে পঠন পাঠনের মনোনিবেশ করতে শুরু করেছে পূর্বের মত। এমতাবস্থায় করোণা তার বহুরূপী রূপে পুনরায় ওমিক্রমের রূপ নিয়ে পৃথিবীর মনুষ্য জগতকে তার দংশনের মাধ্যমে ত্রাহি ত্রাহি রবে আর্তনাদ করার অবস্থায় নিয়ে যাচ্ছে ধীরে ধীরে। মানুষ তার বেপরোয়া মনোভাব এর কোনো পরিবর্তন না আনার ফলে দিনে দিনে ওমিক্রম রুপী করোনা আরো বেশি করে থাবা বসাতে শুরু করবে তা অহরহ বলে যাচ্ছেন ডাক্তারবাবু থেকে শুরু করে চিকিৎসক বিশেষজ্ঞগণ। কথায় আছে চোরে না শোনে ধর্মের কাহিনী ঠিক তেমনি মানুষ না শোনে ভগবান রূপী ডাক্তারের বাণী। দিনরাত এক করে বিজ্ঞানী কুল করোনার টিকা আবিষ্কার করলেও মানুষের এখনো করোনা আতঙ্ক পুরোপুরিভাবে মুক্ত হয়নি তারই প্রমাণ মিলল করোনার নতুন রূপান্তর ওমিক্রমের আসায়। যদিও টিকাকরণের ফলে করোনার মরক ঝড়কে থামানোর গেলেও সব বয়সের মানুষের মধ্যে টিকা না দেওয়ায় আতঙ্ক টা থেকেই যায়। সরকারের নির্দেশ মত প্রথমে ১৮ থেকে ৬০ উর্দ্ধ র্পর্যন্ত সমস্ত বয়স্ক লোকেদের টিকা প্রদান করা হলেও ১৫ থেকে ১৮ বছর পর্যন্ত ছেলেমেয়েদের এই প্রথম টিকাকরন শুরু হল রাজ্যের বিভিন্ন স্কুলে। তেমনি হাওড়া জেলার সাঁকরাইল ব্লক এর মানিকপুর অঞ্চলে মানিকপুর আদর্শ বিদ্যাপীঠ স্কুলে ১৫ থেকে ১৮বছর ছেলে মেয়েদের টিকাকরণ শুরু হলো আজ। এই টিকাকরণ নিয়ে ছেলেমেয়েদের উদ্দীপনা ছিলো চোখে পড়ার মতন। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয় বললেন আমরাও আতঙ্কে ছিলাম নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা স্কুলে আসার ফলে তাদের করনা থেকে কতটা মুক্ত দেওয়া যাবে তা নিয়ে চিন্তায় ছিলাম। রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর এর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন প্রধান শিক্ষক সুপ্রভাত সরদার। টিকাকরণ এর ফলে আগামী দিনে স্কুলে নিশ্চিন্তভাবে ছাত্র-ছাত্রীরা পঠন-পাঠন করতে পারবে এমনই জানালেন পরিচালন কমিটির সভাপতি প্রশান্ত পুরকায়েত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here