আমরা চাই আগে রাজ্য করোনা মুক্ত হোক তারপর পৌরসভার নির্বাচন, বললেন বিজেপির রাজ্য সহ সভাপতি সৌমিত্র খাঁ।

0
253

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- সৌমিত্র খাঁ এদিন বলেন, “২৫ ডিসেম্বরের আগে এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা আর আজকের করোনা আক্রান্তের সংখ্যার ফারাক অনেক। এর জন্যে পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় দায়ি। রাজ্যের অধিকাংশ পুরসভায় গত আড়াই বছর ধরে নির্বাচন স্থগিত হয়ে রয়েছে। তৃনমূলের লোকজনেরাই পুরসভাগুলি চালাচ্ছে। এই অবস্থায় রাজ্য সরকার যদি চার থেকে পাঁচ মাস পুর নির্বাচন পিছিয়ে দিত তাতে কোনো সমস্যা হত না। আমরা চাই আগে রাজ্য করোনা মুক্ত হোক। তারপরে পুরসভাগুলির নির্বাচন হোক। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের নিবেদন এভাবে বাংলার মানুষকে বিপদের দিকে ঠেলে দেবেন না”। এই পরিস্থিতিতে রাজ্যে পুরসভা নির্বাচন করার জন্য এদিন রাজ্য নির্বাচন কমিশনারকেও একহাত নেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, নির্বাচন কমিশনার বৃদ্ধ মানুষ। তিনি সুব্রত মুখোপাধ্যায়ের কাছের লোক ছিলেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নির্বাচন কমিশনার করেছেন”।