কালিয়াচক থানার পাগলা সেতু সংলগ্ন এলাকায় এক যুবককে বুধবার রাতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

0
306

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-কালিয়াচক থানার পাগলা সেতু সংলগ্ন এলাকায় এক যুবককে বুধবার রাতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, আহত ওই যুবকের নাম সাহিদুল শেখ (৩৫)। তার বাড়ি বৈষ্ণবনগর থানার আঠারো মাইল এলাকায়। বাইকে করে বাড়ি ফেরার পথে পাগলা সেতুর কাছে আহত অবস্থায় পরে থাকে।পুলিশ সুত্রে জানা গিয়েছে, সম্ভবত কোন গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গিয়েছে । সে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়েছিল। খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সাহিদুরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।